তোমার হাতে কুসুমকলি
পদ্ম পরশ তোমার হাতে
আলোর খেলা দিনের বেলায়
মায়াবী রূপ জ্যোৎস্না রাতে l
নদীর ঢেউয়ে উতল খেয়া
জোয়ার ভাটায় উদাস গানে
গানের সুরে মন উড়ে যায়
তোমার প্রতি নিবিড় টানে l
কাজল কালো তীক্ষ্ণ নজর
নজর আলো আঁধার গাঁয়ে
সাতমহলায় প্রদীপ জ্বলে
জ্বলে প্রদীপ তেলের ঘায়ে l
তোমার হাতে তেলের ছোঁয়া
সলতে পাকায় ঐ সে হাতে
ঐ হাতে তার বেড়ে ওঠা
প্রিয়ার পরশ গরম ভাতে l