বারণ যখন নেই খাবারে
খিদে তখন পগার পারে
সময় তখন রকেট গতি
খালি পেটেও নাইকো ক্ষতি l
যেই খাবারে বারণ আসে
খিদের জ্বালা সর্বনাশে
সময় তখন ভারি ভীষণ
তার চলে না পথে কদম l
খাবার যখন রাশি রাশি
পেটের খিদে পেটেই বাসি
খাবার ঘরে নাইকো তালা
নাইকো খিদে নাইকো জ্বালা l
কিন্তু যদি তালা পড়ে
বিশেষ করে খাবার ঘরে
হায়রে খিদে হায়রে জ্বালা
উপোসীদের মরণডালা l