কুলিকের বনে সেই সক্কালবেলা
গাছ নদী পাখি নিয়ে চলে প্রেমখেলা l
বাঁধা পড়ে তারা সব কুলিকের জটে
আজব আজব লীলা করে বনতটে l
সাথী কিছু মিলে গিয়ে কুলিকের বনে
সরজমিনের কাজ করে একমনে l
কুলিকের মাটি আর হিমেল বাতাসে
চার কোণ থেকে ধরে ছবি রঙ ঘাসে l
তার মাঝে নাচ গান সেট করে নিয়ে
মজে যায় লীলারসে মাঝের সময়ে l
কেউ তোলে ছবি কেউ দেয় সাজেশান
হাত ধরো, কাছে টানো, দেখাও প্যাশন l
বন জুড়ে ছোটে তারা আর খেলা পিটি
যার যার কাজ নিয়ে কুলিক জমাটি l
মৃদু হাওয়া বয়ে যায় সোনার সকালে
কুলিক নদীর ধারা বয় বিলে খালে l
কুলিককে তারা সব এত বেশি মানে
নিজ নিজ কাজ সেরে হৃদয়ের টানে
কুলিকের গাছ ধরে কৃষ্ণ রাধায়
নিজে মাতে আর সাথে সাথীকে মাতায় l
৮৭৮