দেরি করে গিয়ে দেখি
সামনে বসে যে কৌশিক ই
এই নাকি সে প্রথম বারে
ধন্য সবাই দে সরকারে l
করণদীঘি সুদূর গ্রামে
পরিচিতি আপন নামে
পরম্পরায় লেখার ধারা
বংশ জুড়ে পাগলপারা l
সিরিজ লেখেন লেখেন ছড়া
জানেন ভালো কথা গড়া l
সঞ্চালনায় জাদু ছোঁয়ান
নীরস আসর রসে মাতান l
কাজের পাগল সাজের হিরো
একশো একটা বাধার গিরো
টপকে পেরোন অবহেলায়
সফলতার দৈব ভেলায় l