কেউ যায় কলকাতা কেউ বা বিদেশ
আমাদের ছেড়ে দিয়ে বেশ বেশ বেশ !!
বড়ো বড়ো বক্তৃতা ফ্রেন্ডশিপ ডে
কার্ড ছেপে পোষ্ট করে যে কে সে !!
তারপরে পলায়ন চুপি চুপি কাট
ঘরে বসে খেতে থাকি আঙুলের চাট !!!
আঙুলের চাট খেয়ে সঙ্কটে পড়ি
আমিষ না নিরামিষ বলি হরি হরি !!
চুষে চুষে আঙ্গুলটা হয়ে গেছে সরু
কিনে আনি হাট থেকে দুধবতী গরু !!
সক্কালে দুধ খাই এক সের মাপে
তবু দেখি রাগে দুখে শরীরটা কাঁপে !!
যাবে যদি বাইরে বললেই পারতে
আমরা কি পর নাকি, পারলে ছাড়তে ?
ড্যাঙ ড্যাঙ চলে গেলে আমরা তো রেগে লাল
ফিরে এসো পাবে টের কতো ধানে কতো চাল l