পান থেকে চুন খসলে নাকি দক্ষযজ্ঞ বাধায় লোকে
তাই তো প্রিয় পান ছেড়েছি সত্যি বলছি দুঃখে শোকে l
চকচক করলেই সোনা নাকি হয় না
চকচক তাই আমি বানাই না গয়না l
ন্যাড়া গেলো বেলতলাতে ফাটলো মাথা বেলের ঘায়ে
বেলগাছ সব ফেলছি কেটে মাথা বাঁচুক এই উপায়ে l
চোরে চোরে মাসতুতো ভাই মাসতুতো ভাই চাই না
পিসতুতো ভাই চোর হোক তাও তাকেই দেবো বায়না l
অতি ভক্তি চোরের লক্ষণ ভক্তি দেখে পাই গো ভয়
অভক্তিতে মন ভরে যায় ইচ্ছে থাকলে উপায় হয় l
অতি লোভে তাঁতি নষ্ট তাঁতের কাপড় কোথায় পাই
এক হাতে বাজে না তালি উভয় হাতের চেষ্টা তাই l
আঙুর ফল টক জেনেছি তাই তো আঙুর কিনছি না
আলোর নীচে অন্ধকার তাই আলোর ভ্রমে পড়ছি না l
এমন বহু কথার ফেরে মাথা খাটাই বুদ্ধি পাই
যুগের সঙ্গে চলি তবু উঠলো বাই তো কটক যাই l