কোথায় গেলো সাধের ঘড়ি
এখন আমি কি যে পরি
খোঁজ না রে যা খোঁজ না রে ভাই
এঘর ওঘর সব,
পেলি কি রে, পাস নি তবে
এমন করে খুঁজলে হবে
আলো জ্বেলে দেখ না ঘরে
যতো সব আপদ !
আলমারি দেখ টেবিল সরা
বিছানা বেডিং নড়াচড়া
চোখ দিয়ে নয় মন দিয়ে খোঁজ
শরীরটাকে চালা,
অফিস যাবার সময় হলো
এমন সময় এ কি কেলো
খুজবি তো খোঁজ নয়তো সবাই
এখান থেকে পালা !
ব্যাগ গোছাবো কাগজ নেবো
দরকারি সব জিনিস পাবো
ঠিকঠাক সব সাজিয়ে নিয়ে
অফিসপথে হাঁটা,
একটি কাগজ এটা কি ফের
পকেট থেকে হয়েছে বের
কাল দোকানে দিলাম জমা
বন্ধ ঘড়ির কাঁটা !
530