কনকনে ঠান্ডায় বুড়োদের জান যায়
মাঘমাসে আন্ডায় বানায় টিফিন
সক্কালে মাঠে এসে জোরপায়ে হাঁটে শেষে
ঠান্ডার এই দেশে বেহাল বিপিন l
বিপিনের মামাবাড়ি ওরা সব তাড়াতাড়ি
ঘুম থেকে উঠে গিয়ে ধুপধাপ ধুপ
তাদের রকম দেখে বকম বকম শেখে
পাড়াপড়শীরা সব দেখেশুনে চুপ l
ফিরে এসে বাড়িতে ভাড়া করা গাড়িতে
ফরমান জারি করে বিপিন নবাব
ভোর হলে ওঠা চাই আরামের দূর ছাই
কেউ যদি কথা তোলে দেয় না জবাব l
দিনে দিনে প্রতিদিনে ডিম শুধু খায় কিনে
আর হাঁটে দুইবেলা সকাল বিকাল
ওজনটা যায় ঝরে শরীরটা ঝরঝরে
কিন্তু দেশেতে পড়ে ডিমের আকাল l
৪১৩
** রিয়াদ হায়দার এর সম্পাদনায় ছড়ার ভূবন ২০২১ সংকলনে প্রকাশিত