ডুব দিলো ওই দিনের মনি ডুব দিলো ওই আকাশতলে,
উদয় থেকে অস্তগামী আলোর ধারা কর্মময়,
সাঙ্গ হলো কাজের ধারা কর্মময় এই ধরাতলে
আলোর পথে চলছে মানুষ আলোর পথে বিশ্বজয় l

আলো আঁধার উভয় ধারা চলছে বিশ্ব চরাচরে
যাবার বেলা পুরস্কারে সোনার আভা আকাশজুড়ে,
আলোর ধারা স্পষ্ট যখন আঁধার রাখে অন্ধকারে
সেই সোনালী রঙের নেশায় মন খেলে যায় প্রেমের সুরে l

অন্ধকারে খুঁজে চলে বিশ্ব জুড়ে মানুষজন
আঁধার যতো রহস্যময় প্রতিভারা ততোই খেলে,
কল্পনাতে ভাসে তাঁরা নতুন কিছু ভাবতে থাকে
অন্তরে দীপ জ্বলে তাঁদের সেই আলোতে দৃষ্টি মেলে l

আলো যেমন সরল সাদা আঁধার কেবল ভাবিয়ে তোলে
অনেক অনেক আলোর রাশি মিলে শেষে বিন্দুতে,
আলো কেবল জীবনযাপন আঁধার সময় ছাড়িয়ে যায়
আঁধার এসে যায় নিয়ে যায় কল্পনদীর সিন্ধুতে l
৮৬৯