কতো গান ভাসে আকাশে বাতাসে রোজ
মানুষের গান সুখ বেদনার নিতে হবে প্রতিশোধ l
ঐ যারা বলে মানুষের কথা মুখে
ফিকির ও ফন্দি গোপন রেখেছে বুকে
চেনা গেছে সব ছল ও চাতুরী মানুষের জাগরণে
যুগে যুগে সদা বঞ্চিত যারা তারা আজ অভিযানে l
এক সে মানুষ কতো ভাগে বাঁটে সদাগর
সবার লক্ষ্য মঙ্গলময় চেটে খায় অজগর
ভরা বান প্রগতির সব মানুষের ঘরে
তবু মানুষ ভোগে রোগ অপুষ্টি জ্বরে
গানে গানে ভেসে যায় অভিযোগমালা বহুধার
বন্ধুর বেশে অতি ভালোবেসে সকলই পগার পার l
জেনে গেছে যারা আসল নকল মুখ মুখোশের খেলা
যতো গান থাক সুর ছন্দের বৃথা হবে এইবেলা l
মানুষের গান মানুষের মুখে
গাইবে সবাই আপনার সুখে
আকাশে বাতাসে খেলে যাবে সুর মানুষের জয়গান
আপনার মতো বুঝে নিতে হবে সমবেত কলতান l