বাংলা কবিতার সর্ববৃহৎ সংগঠন বাংলা কবিতা ডট কম l এই ওয়েবসাইটে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১৬ হাজার বাংলাভাষী কবি নিবন্ধিত আছেন l এটি নিঃসন্দেহে এই সংগঠনের প্রতিটি সদস্যের কাছে গর্ব করার মতো বিষয় l স্বরচিত কবিতা, সাহিত্যিক আলোচনা, কবিতার আবৃত্তি এবং বিশিষ্ট বেশ কিছু বাঙালি কবির কবিতাভান্ডার এই ওয়েবসাইটের সম্পদ l
এই ওয়েবসাইটের অনুমতিতে ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ১৪ ই আগস্ট, ২০২২ রবিবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বাংলা কবিতা সম্মেলন l ভারত ও বাংলাদেশের কবিদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় l
অনুষ্ঠানের আয়োজনে বিশেষ দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করেন কবি বিশ্বজিৎ শাসমল, কবি বিভূতি দাস এবং কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় l
প্রথমে ঠিক ছিল পর্যটনকেন্দ্র দীঘায় অনুষ্ঠিত হবে এই কবি সম্মেলন l সেইমত প্রস্তুতি চলছিল, কিন্তু প্রশাসনিক কিছু জটিলতার কারণে আকস্মিকভাবে ভেনু পরিবর্তন করতে হয় এবং আয়োজনের জন্য দায়িত্বভার নিজ কাঁধে নেয়া বিশ্বজিৎ শাসমল তৎপরতার সঙ্গে বিষয়টিকে রূপ দেন l
সঙ্গীত, সাহিত্য আলোচনা, স্বরচিত কবিতাপাঠ, গ্রন্থ প্রকাশ, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে l দ্বৈত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সোহিনী চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তী l এডমিন পল্লব আসফাক মহাশয়ের প্রেরিত শুভেচ্ছাবার্তা স্বকণ্ঠে বাজিয়ে শোনানো হয় l একই ভাবে শোনানো হয় আসরে অনুপস্থিত বাংলাদেশের কবি এডমিন কবীর হুমায়ূন এর শুভেচ্ছা বার্তা l পাঠ করে শোনানো হয় আফরিনা নাজনিন মিলি ও পলক রহমানের লিখিত বার্তা l বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন উত্তরবঙ্গ থেকে আগত কবি যাদব চৌধুরী l তাঁর বক্তব্যের বিষয় ছিল বাংলা কাব্যে আধুনিকতা l বাংলা কবিতার হাজার বছরেরও বেশি যাত্রাপথের উত্তরাধিকারে কোন বিশেষ বৈশিষ্ট্য ও চরিত্রের উপর আধুনিকতা নিরূপিত হয়, সেই বিষয়টি তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন l কবি বিকাশ দাশ বাংলা সাহিত্যে অনুবাদ বিষয়ে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন l কবি বিভূতি দাস আলোচনা করেন স্বাধীনতা আন্দোলনে সাহিত্যের ভূমিকা প্রসঙ্গে l বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কীর্তি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত কবি সর্দার আরিফ উদ্দিন l এইসঙ্গে তিনি কিভাবে কবিতা পাঠের প্রতি আসক্ত হন, কিভাবে তিনি আলোচনারপাতার প্রতি আসক্ত হন তারও উল্লেখ করেন l কবিতা ডট কমের অগ্রগতি বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করেন আসরের বরিষ্ঠ কবি অনিরুদ্ধ বুলবুল l এইসঙ্গে তিনি বলেন মাত্র আট শতাংশ কবি নিয়মিতভাবে আসরে কবিতা লিখে থাকেন l আলোচনা পাতায় অংশগ্রহণ আরও কম l তিনি বলেন কবিতা লেখার পাশাপাশি আলোচনা পাতায় প্রকাশিত কবিতা আলোচনাগুলি এবং নানা সাহিত্যিক বিষয়ে প্রকাশিত প্রবন্ধ নিবন্ধগুলি পাঠের মাধ্যমে শিখনেচ্ছু কবিরা নিজেদের সমৃদ্ধ করে তুলতে পারে l
অনুষ্ঠানে 'তিস্তা থেকে ইছামতী' গ্রন্থের দুটি খন্ড প্রকাশিত হয় l
স্বরচিত কবিতা পরিবেশন করেন কবি সৈকত পাল, বিভূতি দাস, সৌমেন বন্দ্যোপাধ্যায়, অনুষ্ঠানের সভাপতি কবি চিত্তরঞ্জন সরকার, মহ সানারুল মোমিন, সঞ্জয় কর্মকার, আনসারুল ইসলাম, মৌমিতা জানা, সঞ্জয় মাইতি, সুখেন্দু মাইতি, জয়শ্রী রায় মৈত্র, দেবদাস মৈত্র, স্বপন বিশ্বাস, সমীর প্রামাণিক, শ্যামল কুন্ডু, সোমদেব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ শাসমল, যাদব চৌধুরী, পরিতোষ ভৌমিক প্রমুখ l
কবি অরূপ গোস্বামী পাঠ করেন স্বরচিত আঞ্চলিক কবিতা, তাঁর কণ্ঠে আঞ্চলিক কবিতার পাঠ উপস্থিত সকলকে বিশেষ প্রসন্নতা দান করে l
সুন্দর আবৃত্তি পরিবেশন করেন সৌমেন বন্দ্যোপাধ্যায়, বিভূতি দাস প্রমুখ l সঙ্গীত পরিবেশন করেন অস্মি দাস l আরও কয়েকজন সঙ্গীত পরিবেশন করেন l অতিথি কবিও ছিলেন কয়েকজন, তাঁরাও স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেছেন l সমগ্র অনুষ্ঠান সুন্দরভাবে সঞ্চালনা করেন কবি বিভূতি দাস ও সৌমেন বন্দ্যোপাধ্যায় l
করোনার অভিঘাতে প্রায় দুই বছর এই ধরনের মিলন বাসর, সাহিত্য অনুষ্ঠান করা যায় নি l তার আগে পরপর কয়েক বছরে যাদবপুরে সূর্য সেন মঞ্চে, এবং করোনা ও লক ডাউনের কিছু পূর্বে ঢাকা জাদুঘরে উভয় বাংলার কবিদের উপস্থিতিতে সাহিত্যের মহা সম্মেলন অনুষ্ঠিত হয় l আজ প্রায় দু, আড়াই বছর পর এই কবি সম্মেলন যেন নতুন করে কবি লেখকদের উৎসাহিত করলো l প্রিয় কবিদের সাক্ষাৎ পরিচয়, আড্ডায় মুখরিত হয়ে উঠেছিল অনুষ্ঠান চত্বর l
সুন্দর আয়োজন, মনোরম পরিবেশ, এবং আন্তরিক আতিথ্যের জন্য মূল আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই l
বাংলা কবিতার জয় হোক l