তুমি নিখুঁত হতে পারো না,
জীবনের সকল ক্ষেত্রে
তুমি অভ্রান্ত হতে পারো না
কারণ প্রকৃতি তা অনুমোদন করে না l
তোমার প্রতিটি কাজ তুমি নও
সব কাজের যোগফল তুমি l
তোমার স্মৃতি তোমার চিরসাথী নয়
ইচ্ছেমতো ছেড়ে যায়, ফিরে আসে l
দিন যতোটা চিনেছো তুমি
রাত্রি ততটা নয়
রাত্রি অনেক রহস্যময়ী
তাই রাত্রিকেই বেশি কামনা করো l
শান্তি ও বিভ্রান্তি - কোনটিকে নেবে
শান্তি ভীষণ বোরিং
শেষে বিভ্রান্তিকেই বেছে নেবে তুমি
সে তো প্রথমেই আমার জানা ছিলো l