সকাল হলেই রোজ
সূর্য যখন পুব আকাশে ওঠে
লালচে আভায় রাঙায় চারিদিক
মিষ্টি সুবাস বাতাস জুড়ে ছোটে l

কিষানেরা ছোটে মাঠের পানে
লাঙ্গল নিয়ে শক্ত চওড়া কাঁধে
বোষ্টমীরা নগর ঘুরে বেড়ায়
ওষ্ঠে তাঁদের ধ্বনী - 'জয় রাধে' l

মানুষসকল ঘুমের জগৎ ছাড়ে
কলকোলাহলমত্ত গঞ্জ গ্রাম
বাজার হাটে পসারীরা জোটে
মালপত্রের শুরু দামাদাম l

ঘুম ভাঙে না খোকার সকাল হলেও
ভাবে আজও হোক না রবিবার
নিত্যদিনই ব্যাগের বোঝা নিয়ে
ছুটতে খোকার ভাল্লাগে না আর l

বনে কতো ফোটে রঙিন ফুল  
মাছেরা সব নদীর ঢেউয়ে নাচে
আকাশ জুড়ে খেলা করে মেঘ
পশুপাখি নিজের মতো বাঁচে l

খোকার বেলায় শুধু পড়ার চাপ
টেবিল জুড়ে বই ও খাতার বাহার
ইচ্ছে করে সব ছেড়ে যায় উড়ে
নয়ন খুলে দেখে নদী পাহাড় l

সবাই যখন দেখে রঙিন সকাল
সবাই যখন মত্ত মজায় নানা
খোকার সকাল বিষাদ নিয়ে আসে
মন খারাপে নেয় না মুখে দানা l
523