বাস্তবে যা আছে তাই আঁকা হয়
অতিরঞ্জিত করে, বিকৃত নয় l
জগতের যাহা কিছু বিষয় বিপাকে
আকার পৃথক তবু মিল কিছু থাকে l

টানাটানি এমন যে রিয়াল সে নয়
তবু তাকে চেনা যায়, পাই পরিচয় l
কার্টুনের ইতিহাস অতি পুরাতন
গুহাচিত্রেই পাই অমল রতন l

শিকারের ছবিগুলি দেয়ালের গায়ে
সে ছবি রিয়াল নয় মুখে হাতে পায়ে l
মানুষের ছবি নয় শুধু তার ভাব
সরল আকার আর ভাবের বিভাব l

অতিরঞ্জিত করে মানুষ ও পশু
ছবি তারা এঁকে গেছে কার্টুনের শিশু l
কার্টুন দিবস আসে মে মাসের পাঁচে
কতো কতো ভাব আঁকে বিচিত্র ছাঁচে l
৮৩২