কার্টুন ছবি আঁকে লেখে কার্টুন
যেই হাত লেখে আঁকে হাত সুনিপুণ l
সার্কাসে খেলে হাতি খেলায় জোকার
আগ্রাসী মানুষেরা, প্রাণীরা শিকার l

দর্শক মজা লুটে কষ্ট প্রাণীর
একা লুটে খায় সব প্রকৃতি হানির l
দিনে দিনে প্রতিদিনে পরিবেশ খাটো
উধাও শতেক প্রাণী বন নদী ঘাটও l

বিনোদন উল্লাসে হেসে যায় তারা
এই হাসি দুনিয়ায় রচে যায় কারা l
এত শক্তির ধর মানুষের বশ
অভ্যাসে অভ্যাসে করেছে অবশ l

কার্টুন লিখে যায় সেই অপগাথা
মানুষের জয় আনে বাকিদের ব্যথা l
৮৩০