নরেন তিনি শিশুবেলায় দুরন্ত চঞ্চল
তারই মাঝে দেবভক্তি পুরো অবিচল l
সাহস ছিল বুকে ভরা পেতেন নাকো ভয়
সাহস দিয়ে অনেক ভীতি করেন তিনি জয় l
মেধা এমন, স্মৃতিশক্তি, একবার যা পড়েন
আজীবন তা মনে রাখেন বিরল নজির গড়েন l
রামকৃষ্ণ গুরুর কাছে শিক্ষা তিনি পান
জীবে দয়া করেন যারা তাঁরা ভক্তিপ্রাণ l
শিকাগো মহা সম্মিলনী এলেন তিনি ঘুরে
কথামালা সাজিয়ে দিলেন ধর্ম ব্যাখ্যা করে l
গান কবিতা বক্তৃতাতে বলেন অনেক কথা
হিন্দু ধর্ম ঘিরে অনেক কথার গভীরতা l
চিরদিনের যুবক তিনি যুবশক্তির ধারক
খালি পেটে হয় না ধর্ম কর্মযোগী কারক l
কুসংস্কার বিদায় দিয়ে যুক্তিবাদী কথা
বিজ্ঞান মন নিয়ে করেন ধর্ম কথকতা l
দেশ ও বিদেশ থেকে সকল সেরাটুকু পেয়ে
ধর্মকে দেন নতুন ব্যাখ্যা মানুষ সাথে নিয়ে l
সহজ সরল উদাহরণ উদার পথের দিশা
মিশন গড়ে ধর্মপ্রচার কাটে অমানিশা l
** আশ্রমকথা সপ্তম বর্ষ প্রথম সংখ্যা ডিসেম্বর ২০২১ ইসলামপুর এ প্রকাশিত