সৌন্দর্যের খেলা অসীম অপার
ধীরে অতি ধীরে করে সীমা বিস্তার l
প্রকৃতিতে খেলে সে, খেলে নারীদেহে
ঢেলে দেয় নিজেকে সে ভালোবাসা স্নেহে l
নারীদেহ সৌন্দর্যের অসীম ভাণ্ডার
যে পায়, রক্ষা করা দায়িত্ব তার l
কতো কতো রূপ দেখি যত্নের অভাব
বিধাতা দিয়েছে ঢেলে, তবু এমন স্বভাব l
নিজেকে দেখে না সে দেখে না জগৎ
যত্নের অভাবে রূপ পায় নাকো যশ l
কোয়েলের কুহুতান বনে গাছে গাছে
কোয়েল নারীর রূপ দেখে মন নাচে l
বিধাতা দিয়েছে যা তার দেহে বুনে
যত্ন নিয়েছে সে শত শত গুনে l
শরীরে যেখানে নারী রূপ দেয় মেলে
কোয়েল লাবণ্যময়ী যায় পুরো খেলে l
চোখের চাহনী তার রূপজ্যোতি খেলা
দেহ থেকে জ্যোতি তার ধেয়ে যেন চলা l
কলকল কথা বলে মন খুলে তাই
মিথ্যেকে করে ঘৃণা চিরকালটাই l
সংহত রূপ তার মার্জিত কলা
প্রতি খাঁজে খাঁজে ভরা অনন্ত চলা l
হাসি যেন মোতি ঝরে কোয়েল কাকলি
রূপের আধার নারী মুগ্ধ সকলই l
৮৯৯/৫