কাজলকালো টানা দুটি চোখ
ছড়ায় মায়া মুগ্ধতারই জাল
নয়নযুগল কৃষ্ণসাগর রূপ
করোনা দু'হাজার কুড়ি সাল l
কখন যে কি অঘটনটা হয়
থমকে আছে সময় সময়পটে
রূপসজ্জায় ভোলায় আপন মন
এই সময়ে ভালো বুদ্ধি বটে l
এই আছি এই হয়তো আমি নেই
সাবধানতা সঙ্গে থাকুক সবার
লক ডাউনটা মেনে চলি সবাই
রুপলাবন্যে ফিরুক ধরা আবার l
কাজলকালো টানা দুটি চোখে
ভুলুক দুঃখ আতঙ্ক সব লোকে l