কি আছে কাগজে লেখা জানে না প্রাপক
কাগজ রয়েছে বন্দী নিরাপদ ঘেরাটোপে l
অদৃষ্ট লিপি হয়ে গেছে লেখা সন্তর্পনে
অনুমানে অনুমানে সময় প্রহর হয় পার l
পেশাদারি দর্শনের আলোচনা চলে,
কেউ থাকেন উৎফুল্ল, কেউ বলেন
- সবে তো শুরু, এখনো অনেক আছে বাকি l
আত্মবিশ্বাসে অনেক অনেক সংকল্পের ঘোষণা l
বয়ে যায় সময়ের কতো স্রোতধারা l
পরপর প্রকাশিত মানুষের মানস লিখন,
তর্কজালে টিকে থাকে সংকল্পের ভাঙা পার l
মানুষ দেখে যায় কিভাবে ওপারের প্রত্যাশী
নদী সাঁতরে এপারের ঘাসজমি খেয়ে করে সাফ l
আপন পরের দূরত্ব মিশে যায় পতাকার রঙে
সবুজ হলুদ লাল রঙ নিয়ে যে লড়াই
শিবির বদলে হেলায় রঙ ছেড়ে রঙ নেয় নেতা
পিছনে থাকে সমর্থকের সারি রং হাতে ধরে
রংদার ওপারে নতুন রঙের জার্সি গায়ে মাঠে l
নিত্যদিন মানুষ এগোয় সামনের পথে
বড়ো আরো বড়ো উন্নততর ভালো কিছু l
কিছু এগুনো থাকে পিছু পথ ধরে
এগোই যতটা ততটাই পথ পেছনে টেনে ধরে l