ইস্কুলে যায় খোকা হাসি মজা করে
শিক্ষক রাগী খুব তাকে পড়া ধরে l
জিজ্ঞেস করে তাকে ভূগোলের পড়া
উত্তর শুনে শুরু তাঁর মাথা ঘোরা l

বত্রিশ দাঁত মেলে তর্জনী তুলে
জিজ্ঞেস করে, খোকা কেন পড়া ভুলে l
ভুলে নি পড়া সে মোটে আছে পুরো মনে
নামতা সে পড়ে দেয় হাতে কড়া গুনে l

নামতা চেয়েছে কে রে, চেয়েছি ভূগোল
জিজ্ঞেস করেছি তো পৃথিবী কি গোল ?
পৃথিবী জুড়েই দেখি নামতার খেলা
ঘুরেফিরে গোলগাল এক কথা গেলা l

- ভূগোলের বইটা যে হারিয়েছি কাল
অঙ্কের বই পড়ে দিয়েছি সামাল l
৮২১