মনে হয় শুয়ে পড়ি
খাই কিছু গড়াগড়ি
চিৎ ও উপুড় হয়ে
ভয় ভীতি গেছে সয়ে l
জল জল জলতান
কল কল কলতান
স্বচ্ছ জলের ধারা
ভাঙে পাথরের কারা l
গিরি থেকে সাগরে
কুলিকে ও নাগরে l
গঙ্গায় পদ্মায়
যায় জল চলে যায়
পাহাড়কে ভেঙে নিয়ে
সমতল গড়ে যায় l
এইপার ধুপধাপ
ওইপার চুপচাপ l
শস্য ও শ্যামলা
অন্নের ধাত্রী
যুগ যুগ চলমান
মহাকাল যাত্রী l
জল জল জলতান
কল কল কলতান l
৯০১