বংশপ্রদীপ হাতে
দীপাবলীর রাতে
চললেন তিনি চললেন
হাসিমুখে কিছু বললেন
সেজেগুজে পরিপাটি
দীপের আলোয় উজ্জ্বলাটি
থালা হাতে ধরলেন
ঘর আলোময় করলেন
বাড়ির থেকে অনেক দূরে
বিদেশ বিভুঁই আপন ঘরে
দীপাবলীর আঁধার রাতের
সব আঁধার দূর করলেন
মনের ভেতর আলোর প্রকাশ
করলেন তিনি করলেন
পূর্ব এবং পরপুরুষের
বংশপ্রদীপ ধরলেন
আলোর প্রকাশ উজ্জ্বলতা
যাক মুছে যাক মলিনতা
দুষ্টটা যাক থেমে
উচ্ছ্বলতা মানুষজনের
জীবনজ্যোতি সর্বজনের
আসুক ধরায় নেমে