প্রতিজ্ঞা করেছেন জলধর সেন
দেশ থেকে পাপ তিনি শেষ করবেন l
জলধর সেন এক বড়ো অফিসার
সাথে থাকে সিকুরিটি দুই দশ চার l

অপরাধী যতো দেশে দেন ধরে টান
গারদে পুরেই তবে ঘুম তিনি যান l
দিনে দিনে কমে যায় পাপের বহর
পাপ থেকে বেঁচে যায় গঞ্জ শহর l

জলধর নাম এক দেশবাসী জানে
পাপকাজ হয় শেষ তাঁর অবদানে l
অপরাধী দেশজুড়ে আছে যতো তারা
বুঝে গেছে একে একে হবে তারা সারা l

দিন নেই রাত নেই কেবল ছোটেন
অপরাধী ধরে যান জলধর সেন l
অপরাধী কমে যায় জেলগুলি ভরে যায়
বাইরে মানুষ শোয় শান্তির ঘুম l

দিনে দিনে প্রতিদিনে সকলেই নেয় চিনে
জলধর সেন খান আদা আর নুন l
আদানুন খেয়ে তাঁর আমৃত্যু পণ
করবেন করবেন পাপের নিধন l
৮৬৪