একটা কথা আমায় বলো
সবাই করছে যা তার ইচ্ছে হলো
নিয়ম কেবল শুধু আমার বেলা
বিচার এটা ?
বলো কোন্ দেশী এই খেলা ?
বাবা মা-ও মিশেছে সেই দলে
নীতির কথা আমায় শুধু বলে l
বলে, খোকা, বড়ো হবি তুঁই l
ঘরে যতো গোলাপ জবা জুঁই
উঠোন জুড়ে ছড়াচ্ছে সৌরভ
বিশ্ব জুড়ে নামটা যাবে তোর
তুই আমাদের বাড়াবি গৌরব l
তাই তো আমি চুপটি করে থাকি
আনন্দ সব আমার বেলায় ফাঁকি l
বড়ো হবার চেষ্টা সারাক্ষণ
সমস্ত কাজ করি দিয়ে মন l
বড়ো কবে হবো জানিনা তো
বড়ো যে হয়, হয় সে বড়ো কতো !
বড়ো হবার সূক্ষ্ম সরু জাল
শিশুবেলায় শৈশব আড়াল l