রোজ সকালে ভাঙছে যখন ঘুম
ঝলমলিয়ে উঠছে রোদের তাপ
সকালবেলার মুক্ত খোলা বাতাস
বলছে যেন ধুয়েছে সব পাপ l
ধুয়ে গেছে আবর্জনা সব
কীটানু ও ভাইরাস সব যতো
নতুন সকাল স্বপ্ন নিয়ে আসে
আজকে দিনটা হোক না আগের মতো l
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ
ব্যস্ত ভীষণ আপন কর্ম নিয়ে
কৃষ্টি সৃষ্টি বহুধা বিস্তৃত
খাদ্য বস্ত্র বাসস্থান বিষয়ে l
মিত্র মানুষ শত্রু মানুষ কতো
জোটে জোটে লড়াই অব্যাহত
সব মানুষই মেলে পথের শেষে
লড়াই যখন জ্ঞানের পথে মেশে l
অনেক লড়াই জেতার পরেও যেন
এখনও তো আছে বহু কেন
কেন'র জবাব জানা নেই যে তাই
আজও মানুষ এত অসহায় l
করোনার এই বিষাক্ত ছোবলে
মরছে মানুষ দেশ বিদেশে কতো
লড়ছে মানুষ করছে চেষ্টা শত
হবেই হবে বিপদ প্রতিহত l