পিসির একটা বাঘ ছিলো
বাঘের খুবই রাগ ছিলো
রাগের কথা বলবো কি আর
রাগলে সবাই ভাগছিলো l
মামার একটা ছাগ ছিলো
ছাগের গায়ে দাগ ছিলো
দাগের কথা বলবো কি আর
আঁকলে ভারত ভাগ ছিলো l
শীতের হিমেল রাত ছিলো
রাতে ঠান্ডা হাত ছিলো
হাতের কথা বলবো কি আর
মারলে শুয়ে কাত ছিলো l
বৃষ্টি ছিলো বন্যা ছিলো
খরা ছিলো জরা ছিলো
অসুখ ছিলো বিসুখ ছিলো
তবু মানুষ বাঁচছিলো l