বৃষ্টি যখন পড়ে রে
বন্দী যখন ঘরে রে
গরমাগরম খিচুড়ি
সঙ্গে চিকেন পাতুরি
তার সঙ্গে বেগুন ভাজা
রান্না করি খাই তাজা l
বাইরে বৃষ্টি ঝরে রে
টমেটো চাট করে রে
বৃষ্টি পড়ুক ঝমাঝম
যা খেতে চায় মানবমন
সেটাই রেঁধে বেড়ে খাই
মনে খুশির সীমা নাই l
নুন ঝাল মিষ্টি
ঝম ঝম বৃষ্টি l
বৃষ্টি রে তোর বিরাম নেই
এমন দিনে আরাম সেই
বন্দী ঘরে খাবার ধুম
খেয়েদেয়ে টানা ঘুম l