শিশুকালের স্মৃতি
বাঁশবাগানের পাশ দিয়ে সেই
স্কুলে যাওয়ার রীতি l

বড়ো গাছের তলে
বসতো ইসকুল সকাল বেলায়
যেতাম দলে দলে l

বৃষ্টি এবং রোদে
কাদা ধুলো দলে যেতাম
ভীষণই আমোদে l

পড়ার গলতি পেলে
পড়তো পিঠে দুমদুমাদুম
জব্দ মেয়ে ও ছেলে l

বিশেষ বিশেষ দিবস
জমতো মজা হৈ হুল্লোড়ে
মনের দারুণ হরষ l

তেইশে ও ছাব্বিশে
দেশপ্রেমের উঠতো জোয়ার
জানুয়ারির মাসে l

বোশেখ মাসের দিনে
পঁচিশ সকাল কাটতো কি আর
রবি ঠাকুর বিনে ?

আগষ্ট পনেরোতে
স্বাধীনতা দিবস পালন
জাতির পতাকাতে l

স্বল্প আয়োজনে
মনের খোরাক হাজার রকম
পেতাম প্রতি জনে l
487.