তাঁরা গর্ব করে বলেন তাঁরা খারাপ
তাঁদের সৃষ্টি খারাপ
তার প্রচার করেন এবং তা নিয়ে অহঙ্কার করেন
কেন খারাপ, কিসে খারাপ, সেটা স্পষ্ট করেন না
তথাকথিত ভালোদের প্রত্যাখ্যান করেন
তাঁরা চান লোকে আঙুল তুলে তাঁদের খারাপ বলুক
ভাষার ভেতর তুমুল অন্তর্ঘাতে বিশ্বাসী তাঁরা
বিগঠন চলে
যুক্তির খাঁচা থাকে না, ভাবের বাঁধন থাকে না
বাক্য গঠন ভেঙে যায়
কবিতায় অর্থ থাকে না
তথাকথিত স্বীকৃত ভালো কবিতা নয়
খারাপ কবিতা লিখতে শুরু করেন তারা
সেই খারাপ কবিতায় সজ্ঞানে বা অজ্ঞানে
তাঁদের মতে খারাপ যে বিষয়গুলো
তাঁরা আনলেন
তার মূল্যমানে কোনো পাঠক
যদি নিজের মতো করে বুঝে নিতে চান
তাতে তাঁদের আপত্তি l
হঠাৎ তাঁদের ঘোষিত খারাপ জিনিসকে
ভালো প্রমাণ করার প্রয়াসে জোটবদ্ধ হন
ভাবহীন বিষয়ে ভাব যুক্ত হয়ে যায় তৎক্ষণাৎ