যখন দেখে বেচাল কিছু
নির্ভয়ে তা সামনে ধরে
হোক না রাজা হোক না সেপাই
হোক না উজির নাজির কোটাল
সেই তো মানুষ সেই তো কবি
সকল যুগে তারাই রবি l
বলছে এমন চিরটাকাল
বলছে এমন সাহস করে l
এমন কতো সত্যবচন
যুগের সামনে আয়না ধরে l
আয়না দেখে শাসক যারা
কেউ নিজেকে শুধরে নিলেন
সময় পেলো মলম ক্ষতে l
আবার কিছু অবোধ শাসক
কবির কণ্ঠে লাগাম পড়ান
সময় বাঁধা পাঁকের স্রোতে l
বলছে কবি সত্য কথা
শিরদাঁড়াটা সোজা তাদের
বলছে তারা সাহস করে l
আবার কেউ বা বলছে নাকো
অনেক অনেক বেচাল দেখেও
মুখ কিছুতেই খুলছে নাকো
খুলছে যদি মুখ কখনো
স্তুতিবচন লিখছে তারা
অল্প দামে বেশি দামে
বিকিয়ে যাচ্ছে শিরদাঁড়া l
শিরদাঁড়াহীন কবি যারা
লেখা তাঁদের হাটে বিকোয়
আবার কখনো বিকোয় না l
যুগের শাসন অত্যাচারের
শাসন যখন স্বৈরাচারের
লোভটা যখন পুরস্কারের
কিংবা ভীতি তিরস্কারের
সেই কবিদল টুপি পড়ায়
টুপি পড়ায় লেখায় তাদের
এমন লেখা কেউ পড়ছে না l
সময় যখন দুর্বিষহ
শাসক চরম লজ্জাহীন
নিয়ম কেবল প্রহসনে
অনিয়মটা বল্গাহীন
তখন কতো অনুষ্ঠানে
পুরস্কারের ফল্গু ফোটে
শ্রমিক ক্রেতা সাধারণের
মুখের থেকে রক্ত ছোটে l
এই কখনো আগুন ফলে
আবার শীতে মূর্ছা যায়
যখন যেমন লেখে তারা
তোষামোদের অভিপ্রায় l