যতই ভাবি যতই ভাবি বলব নাকো
যতই মনে নির্বিরোধের ছবি আঁকো
বেচাল দেখলে মুখ ফুটে যায় স্বভাব দোষে
যখন তখন তাইতো পড়ি সুহৃদ রোষে l
ঠান্ডা মাথায় ক্ষমা স্বীকার সেটাও চলে
এই আচরণ ভালোর জন্য সেটাও বলে
কিন্তু ক্ষত মোছে না তো অপমানের
পরের ভালো করতে গিয়ে গালিস্নানের l
প্রতিবারেই শপথ নেয়া পাল্টে যাবার
দিন দুনিয়া যেখানে যাক যেথায় আবার
অভিজ্ঞতা জ্ঞানের আলো বুদ্ধি সাবাড়
নিজেরটুকু বুঝে নিয়ে চুপটি থাকার l
কিন্তু যখন সামনে পড়ে অন্য রকম
কি কারনে মাথাটা হয় বেজায় গরম
সব প্রতিজ্ঞা শপথটুকু ভুলে গিয়ে
ভুলটা ধরি কর্তা টাকে বাঁচাতে গিয়ে l
কৃতজ্ঞ পাই এদের মাঝে অনেক জনে
রুক্ষতাকে স্বীকার করে খুশি মনে
উপকারটা বুঝে নিয়ে আল্হাদেতে
জড়িয়ে গলা খুশির প্রকাশ উচ্ছাসেতে l
তাই তো যত শপথ করি বারে বারে
ভেঙেও ফেলি যখন পড়ি এমন ধারে
ভাগ্যে যখন যেমন জোটে সেটাই স্বীকার
গালিগালাজ কৃতজ্ঞতা নেইকো বিকার।
** মঞ্চ একুশে সপ্তদশ সংখ্যা, ২০২১ এ প্রকাশিত