খুব কঠিন নিজেকে নিয়ে লেখা
পক্ষপাতদুষ্ট হয় নিজেকে দেখা l
অন্যের দোষ ধরি কতো সহজে
গুণগুলোও সুন্দর খেলে মগজে
কিন্তু নিজের ক্ষেত্রে সমস্যা আসে
গুণ বললে অহঙ্কার ভাসে
আর দোষ বললে সেটা ন্যাকামি
এজন্য নিজের সম্বন্ধে লেখা বোকামি l
এটুকু বলতে পারি স্পষ্ট
খোলাখুলি বলি হয়তো কেউ পায় কষ্ট l
কেউ ফের সমমূল্যে গ্রহণ করে
বিরুদ্ধে বলি তবু জড়িয়ে ধরে l
সুখে দুখে এভাবেই কেটে যায় দিন
যা পাই তাই নিয়ে লিখি স্বাধীন l