১. কোন ফাইলে কোন গহ্বরে
স্বাধীন দেশের মানুষ আজ সাত দশক পরে
জানলো না হায় কেন সুভাষ ফেরেননিকো ঘরে l
যে মানুষটি দেশের জন্য দেশকে গেলেন ছেড়ে
শত্রুর শত্রু মিত্র আমার এই তত্ত্ব ধরে
অসম্ভবকে সম্ভব করে ধুলো ইংরেজের চোখে
দেশ পেরিয়ে সীমা ছাড়িয়ে লড়াইমন্ত্র ছকে
মস্কো থেকে বার্লিন হয়ে জাপান শেষে গেলেন
আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব পেলেন l
নেতাজি নাম গ্রহণ করে 'চলো দিল্লী' ধ্বনী
'জয় হিন্দ' নিনাদ তুলে সবার নয়নমণি
কদম কদম বাড়িয়ে এলেন ভারত মায়ের সীমায়
উড়লো দেশের স্বাধীন ধ্বজা আপন মহিমায় l
কি হলো তার পরে
ফেরেন নি আর ঘরে l
বিমান দুর্ঘটনার তত্ত্ব সামনে হাজির করে
যে তত্ত্বে হাজারটা ভুল নিত্য ধরা পড়ে l
কার স্বার্থে কি কারণে সুভাষ অন্তরীণ
সাত দশক পেরিয়ে গেলো কতো হাজার দিন !
কি রাজনীতির কলে
ভারতমায়ের প্রিয় ছেলে কি কূটনীতির ছলে
হারিয়ে গেলেন কোন সুদূরে কোন রহস্যজালে
বছর বছর স্বাধীনতা পালন আপন তালে l
এলো দেশের স্বাধীনতা যে নেতাজির জন্য
যার কারণে ভারতবাসী আজ স্বাধীন ধন্য
জানি না তাঁর কি হলো যে যুদ্ধজয়ের শেষে
কোন ফাইলে কোন গহ্বরে কোন মানুষের দ্বেষে
হারিয়ে গেলেন প্রিয় সুভাষ ইতিহাসের পাতায়
ভারতবাসী আজও তাঁকে রেখেছে নিজ মাথায় l
২. গহ্বর : যাদব চৌধুরী
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের রাশি নীল আকাশের দেয়ালে
অজানিত ভয়ে ঘিরে ফেলে ব্রহ্মাণ্ড, গ্রাস করে সকল অস্তিত্ব
গাছেরা পাতা হারিয়ে নিরাপত্তার খোঁজে ঊর্ধ্বমুখী
ক্ষতবিক্ষত মাটির গহ্বর জুড়ে ধোঁয়া এবং আশ্রয় বেঁচে থাকাদের
কালো ঘাসের আর্তনাদ দাপিয়ে দু পায়ের ছোটাছুটি
মতাদর্শীদের মুখে কুলুপ, চোখে ঠুলি, নাগরিকদের শব মিছিল l
** এক মুঠো রোদ, ইসলামপুর বসন্ত, ১৪২৮ সংখ্যায় প্রকাশিত (যুদ্ধ নয়, শান্তি চাই সংখ্যা), পৃষ্ঠা - ১০