দেশের মানুষ ঘণ্টা বাজাও আর বাজাও তালি
রাত ন'টাতে মোম জ্বালাও আঁধার ফালি ফালি l
চিকিৎসক ও নার্স যতো কাজ করে সাবধানে
তাঁদের শ্রদ্ধা ভালোবাসা অতি প্রিয়জনে l
হাজার হাজার কোটি টাকা দিলো কতো জনে
শিল্পপতি স্পোর্টসম্যান টলি বলি গণে l
সুদ কমিয়ে দাম বাড়িয়ে উপায় হয় বার
লক ডাউনের আর্থিক চাপ সামলায় সরকার
গ্লাভস মাস্ক কিটস পিপিই'র হাহাকার দেশে
অত্যন্ত জরুরী তা পায় বহু ক্লেশে l
বিপদ জেনেও বাধ্য হয়ে কর্মরত তাঁরা
তাঁদের সেবায় শ্রদ্ধানত দেশের শিরদাঁড়া l
কৃতজ্ঞতায় দেশবাসী সব বাজান ঘণ্টা তালি
আবার অন্যদিনে সবাই রাত্রে প্রদীপ জ্বালি l
দেশপ্রেমের প্রকাশ ঘটে এক যাত্রায় সবাই
এমনি করেই হবে শেষে করোনা রোগ জবাই l