'আজ হবে না কালকে এসো'
বলেন রবি মামা
'কালকে সত্যি কিনে দেবো
তোমায় নতুন জামা' l
নতুন জামা পাবে বলে
সেই কতোদিন থেকে
রবিমামার ভরসা করে
আছে মদন ব্যেপে l
মদন ব্যেপের দুখের যাপন
চোলাই খায় তার বাপে
টাকাপয়সা উড়ায় খালি
দেয় না কিছু মাকে l
মামা ভরসা মদন ব্যেপের
কিন্তু খালি ঘোরায়
তিন মাসেও তার কাল আসে না
পুজো যে দোরগোড়ায় l
পুজোয় পাবে নতুন জামা
মায়ের জন্য শাড়ি
তাই তো সে রোজ সকাল বিকাল
চলে মামার বাড়ি l
মামাটি তার টাকার কুবের
বাবা পথের ফকির
মন্দকপাল মদন ব্যেপের
নেই যে ভাগ্য লকির l
496