বাড়ির কাঁঠাল গাছে কিচিরমিচির
একসাথে শত পাখি জুড়ে দেয় ভিড় l
বউ ডাকে - এসো এসো, দেখে যাও এসে
গাছের পিছন দিকে ওই দেখো বসে l
ধুরপার করে ছুটি কাঁঠাল তলায়
দেখবার চেষ্টাটি চোখে ও গলায় l
দূর ছাই ভোঁতা চোখ গাছে ঝোপঝাড়
কিছুই পড়ে না চোখে পাতাগুলো সার l
পাখিদের চিৎকার কিচিরমিচির
খুঁজে ফিরি পাতাফাঁকে অনাসৃষ্টির l
ডানে সরি বামে সরি দৃষ্টি ঘুরাই
এইবার চোখে পড়ে হুতোমপেঁচায় l
যেন ছোট বাজপাখি জানালার দাঁড়ে
তাকে দেখে বাকি সব পাখি চিৎকারে l
চোখ ভরে দেখি আর প্রাণ ভরে পাই
বাড়ির কাঁঠাল গাছে হুতোমপেঁচায় l