করোনা রোগের বিপদ দিনে
অত্যাবশ্যক সেবাকাজে
যখন সকল মানুষ অন্তরীণে
পুলিশকে পাই পথের মাঝে l
লক ডাউনের নিয়মটাকে
ভাঙছে যখন কিছু লোকে
নরম গরম উভয় পথে
পুলিশ বাঁচায় নিয়মটাকে l
নিয়ম বাঁচায় মানুষ বাঁচায়
অবুঝ মানুষ নিয়ম ভাঙে
যে পুলিশ তার রক্ষাকর্তা
তার ওপরে আঘাত হানে l
রোদ বৃষ্টি ঝড় ও জলে
কর্তব্য তার পালন করে
ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় ও
কোয়ারেন্টাইন রক্ষা করে l
শতাব্দীর এই মহামারী
চিনিয়ে দিলো নতুন করে
পুলিশ কতো মানবিক যে
বিপদ মাথায় ডিউটি করে l