ভোরবেলা চোখে পড়ে দেয়ালের ফুলগাছে
উঁকি মেরে চেয়ে দেখি কঞ্চির ডগা নাচে l
লালফুল নীলফুল বাহারী সে আরো কতো
প্রাচীরের গায়ে গায়ে ঝুলে আছে অবিরত l
শখ করে কেনা সব চাইনিজ কোরিয়ান
কোথাও ঘুরতে গেলে ফুলমন ফুলপ্ৰাণ l
নার্সারি ঘুরে ঘুরে বেছে বেছে বাগিয়ে
প্রাচীরের ধার ঘেঁষে দেই সব লাগিয়ে l
সার যতো আরো কতো দেই পরিচর্যা
সব কাজ ফেলে মাতি সেরা ফুল চর্যা l
ফুলমেলা হয় যতো শহরে ও বাইরে
হাজিরাটা নিশ্চিত কোনো ভুল নাই রে l
কঞ্চির ডগা দিয়ে সেই ফুল চুরি যায়
ভক্তিতে গদগদ পূজার অভিপ্রায় l
ভোরবেলা চোখে পড়ে ফুল যায় চুরি সব
দেয়ালের কোল ঘেঁষে ভক্তের কলরব l