মাঠ জুড়ে হাজার লোকের ভিড়ে
ঘরে থাকা কোটি লোকের লড়াই
হেরে কি গেলো আজ ?
বিদেশ বিভুঁইয়ে পেটের সংস্থানে
যুগ যুগ ধরে প্রবাসী তারা l
আকস্মিক ভাইরাস সংক্রমণ বিশ্ব জুড়ে
দেশে দেশে মৃত্যুর মিছিল
হাসপাতালে উপচে পড়া রোগীর স্রোত l
নড়বড়ে কাঠামো, অপ্রতুল যোগাড়
স্বাস্থ্যকর্মীরা অসম লড়াইএ l
আকস্মিক একুশ দিনের ঘরবন্দী ঘোষণা l
যারা ঘরে নেই তাদের কি ব্যবস্থা ?
হাজার মাইল দূরে বিভুঁইয়ে কাজহীন
খাবার নেই তাদের কি ব্যবস্থা ?
গৃহে নেই তাদের কেমন গৃহবন্দী ?
মাঠ জুড়ে আজ হাজার হাজার মানুষ
হাজার মাইল পথ পায়ে হেঁটে, বাসে
যে যেমন পারে নিজেদের ঘরের পথে
ঘরবন্দী হতে l
জানে না কি সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে তারা
যাবার পথে ভিড়ে মিশে গিয়ে কি দিচ্ছে
কি নিচ্ছে পরষ্পরের কাছ থেকে l
মাঠ জুড়ে হাজার লোকের ভিড়ে
ঘরে থাকা কোটি লোকের লড়াই
হেরে কি গেলো আজ ?