ঘরে থাকো ঘরে থাকো যেও নাকো বাইরে
করোনার প্রতিরোধে সমাধান পাই রে l
ভাইরাস বিস্তার হয়ে চলে প্রতিদিন
মেলামেশা মানুষের জারি থাকে যতোদিন l
ভেঙে ফেলো এই চেন সকলেই ঘরে থাকো
যেওনাকো বাইরে এই কথা শুনে রাখো l
বাজারে ও দোকানে রাস্তায় মিটিং এ
মানুষের জমায়েত কতো শত সিটিং এ,
সবকিছু বাদ দিয়ে শুধু তুমি ঘরে থাকো
সরকার প্রশাসন কি বলে জেনে রাখো l
জরুরী পরিষেবা আছে যতো জগতে
তার সব চলবেই নিরাপদ বিধিতে,
তুমি শুধু অকারণ যেও নাকো বাইরে
মেনে চলো নিয়মটা উপায় তো নাইরে l
এই পথে হবে হবে ভাইরাস দুর্বল
বারবার হাত ধোও হাতেতে সাবান জল l
করোনার প্রতিরোধে সরকার তৎপর
বুঝে নিক সব লোকে এখন ঠিকানা ঘর l
সরকার প্রশাসন তার কাজ করছে
মানুষের সাথ চাই সময় তা বলছে l
অনিয়ম করে কেউ যেও নাকো বাইরে
নিয়ম ভেঙেছে যারা তার ক্ষমা নাইরে l