হলুদবনে পরীর রাণী
কোথা থেকে কে বা জানি
কালো রঙের চশমা চোখে
হলুদ ছুঁয়ে রৌদ্র মেখে
আব্দুলঘাটা শিয়ালবনে
কি জানি সে কি কারণে
হলুদ মাঠে রূপের ঝড়ে
হিংসে হাওয়ার পরস্পরে
ছুটলো হাওয়া দুললো পাতা
হলুদ সবুজ রঙে স্নাতা
ক্ষেতের মাঝে সরু পথে
সামলে নামে পদরথে
সদলবলে আবার একা
ঘুরে ঘুরে বনকে দেখা ।
হলুদবনে পরীর রাণী
রাণী নাকি মা ভবানী ?