পান খেয়েছি জর্দা দিয়ে
কাঠবাগানে পয়সা দিয়ে
প্রথমবারে জর্দা খেয়ে
মাথার মধ্যে হচ্ছে ইয়ে l
যেন আমি নিজেই নবাব
সকলকিছু আমার অধীন
মীরজাফরের দুষ্টমতি
অন্ত করে আমার সুদিন l
হেরে গেলাম যুদ্ধে আমি
মীরজাফরের জালিমচালে
ধাপে ধাপে সারা দেশে
স্বাধীনসূর্য অস্তাচলে l
ছুটির দিনে অবসরে
বন্ধু নিয়ে সদলবলে
সেই ইতিহাস নতুন করে
আবার আবার কথা বলে l