পথ ধরে তার উঠে যাই শুধু উঠে যাই পথ ধরে
অনেক অনেক পথের প্রান্তে আকাশ সীমার পরে l
যতই ওপরে শীতল ধরণী নির্মল জলবায়ু
দাঁড়িয়ে রয়েছে পর্বতশ্রেণী যুগ যুগ পরমায়ু l
সাদা বরফের চাদর জড়িয়ে ঢালে ঢালে রূপ খোলে
খাদে খাদে তার গহন গভীর শহর গঞ্জ দোলে l
শীতল জলের ধারা বয়ে যায় খর স্রোতে তরতর
শিলাগুলি সব ভেঙে পড়ে খালি ঝরঝর ঝরঝর l
নদী উপনদী শাখা এসে মেশে সমতলে যায় নেমে
যুগ যুগ ধরে অনন্তকাল যায় না কখনো থেমে l
উপরে অনেক, অনেক উপরে পাহাড়ের নিজ দেশে
ছুটে ছুটে আসে ভ্রমণ পিপাসু বারে বারে ভালোবেসে l
আকাশ মেঘের সঙ্গ যাপনে নির্মল খোলা হাওয়া
দূষণ পেরিয়ে মুক্ত প্রকৃতি একেবারে হাতে পাওয়া,
শৈল শহর দেশে দেশে কতো স্বর্গ মাটির দেশে
সব ভুলে যায় ক্লান্ত মানব পাহাড়ের দেশে এসে l
সারি সারি তারা পর পর খাড়া মাটি থেকে মেঘ ছুঁয়ে
মনোরম ছবি যেদিকেই দেখি আকাশ মাটিতে নুয়ে l
জীবন যাপন যত কোলাহল এইখানে এসে সব
এইখানে এসে শান্তিপরশ অবসান কলরব l
1290