বনের ধারে নদীর সোপান ধরে
চলতে চলতে অনেক চলার পরে,
সেই যেখানে বাঁকের পথে পাখির কিচিরমিচির
জেলেরা সব জাল পেতেছে মাছের হিবিরজিবির,
নৌকা করে মাঝিরা দেয় দূরের পথে পাড়ি
জলের পথে যায় চলে যায় আপন কারুর বাড়ি l
যাবার পথে ফেরার পথে নানান অভিজ্ঞতা
নদীর পারে গাঁ শহরের কতো মজার কথা l
অনেক ঘাটের জল খেয়ে ফের নিজের তালুক ফেরা
রঙ বেরঙের শালুক কমল দিয়ে নদী ঘেরা l
কুলিক বনে কুলিক নদীর বর্ষাতে বাঁধ ভাঙে
ঝম ঝমা ঝম জলের ধারায় জোয়ার মরা গাঙে l
এই এখানে গাছের ডালে হাজার পাখির বাসা
বছর বছর পরিযায়ীর নিত্য হেথায় আসা l
কলকাকলি প্রজননে কুলিক খুশির ডেরা
সময় হলে আবার তাদের নিজের ঘরে ফেরা l
ভ্রমণপ্রিয় মানুষ কতো আসেন নিয়ম করে
এই এখানে কুলিক নদী, কুলিক বনের ঘরে l
বনের ধারে নদীর সোপান উছল জলের ধারা
এই এখানে সকাল সন্ধ্যে মানুষ পাগলপারা l
৮৫০