হাত ভোগে পা-ও ভোগে, ভোগে শেষে চোখ
পরপর ভুগে যায় রোগ ভোগ শোক,
ছুটি নেয় পরপর অজুহাত দিয়ে
মাঝেমাঝে ভোজ খায় মুখেভাত, বিয়ে l
ঘরেই সময় কাটে শুয়ে বসে পড়ে
এক দুই তিন তল ওঠানামা করে,
রেডিমেড খানা দানা দফায় দফা়য়
পুকুরটা বাদ যায় বড়ো নিরুপায় l
প্লাস্টার ক্রেপ ছেড়ে সিপ্লক্স ধরে
দুই চোখে দুই ফোঁটা সাবধানে পড়ে,
কালো বেশ চশমাটি চোখের ওপর
মার নেই সাবধানে ভিতর ভিতর l
নিত্যই ভুগে যায় এটা সেটা ওটা
তবুও কমে না দেখি ভুগবার কোটা,
ব্যাম করে, সাঁতারও, সন্ধ্যায় হাঁটে
ঘরে টুকিটাকি কাজে সারাদিন খাটে l
বুড়োকালে ইস্কুলে আবার জয়েন
সুদূর ত্রিপুরা দেশে কবিতার ধ্যান,
তবু দেখো পরপর আপদের কোপ
কোপ মারে বাগে পেলে শরীরের ঝোপ l
এটাই জীবন জানি সরু এক দড়ি
পা ফেলতে তার 'পরে ভুল কানাকড়ি,
ক্ষমা নেই ক্ষমা নেই ভোগো কিছুকাল
বন্ধুর খোঁটা শোনো - বেহুঁশ বেতাল l
মেনে নেই চুপচাপ প্রতিবাদ নেই
তারাই নিদান দেয় এনে দেয় খেই,
সেই ভরসায় থাকি এককোণে চুপ
এক দেহে নানা ক্ষণে কত শত রূপ l