হাজার দুয়ার দেখবো বলে দল বেঁধেছি যাবার
পথে জ্যামে আটকে গিয়ে সময় হলো কাবার l
ডাঁসা দেখে পেয়ারা সে ঝুরি ভরা এলো
বেছে বেছে কেজিখানেক পাল্লা ভরে নিলো l
হঠাৎ একি জ্যাম খুলে যায় চললো গাড়ি ছুটে
পাল্লা ভরা পেয়ারাটা থাকলো পেছন রুটে l
দেখা হলো ছোঁয়া হলো দামের পরে মাপা
বাতাস কেটে গাড়ি ছোটে দুঃখ থাকে চাপা l
সকলের তো ভীষণ দুঃখ পেয়ারা হাতছাড়া
হাজার দুয়ার দেখেও যে তার দুঃখ নজরকাড়া l
মনের থেকে চাইলে কিছু
ইচ্ছাপূরণ আসে পিছু
সুন্দরী এক পেয়ারাওয়ালী
পেয়ারা তার ভর্তি ডালি
সস্তা দামে পেয়ারা খাসা
পূরণ হলো সবার আশা l
পেয়ারা এবং পেয়ারাওয়ালী
ডাঁসা সকল ভর্তি ডালি l
ভাগ্য ভালো, নয় বেয়ারা
তাই তো জোটে মিস পেয়ারা l