লিখছি ছড়া আঁকছি ছবি অভিজ্ঞতা থেকে
চোখের দোষে মনের ভুলে সৃষ্টিটা যায় বেঁকে ।
পাঠক আমার বড়ো প্রিয় তাঁদের ভালোবেসে
বারে বারে শোধন করি কলম রাবার ঘষে ।
গড়ছি বাঁদর ঠাকুর গড়তে আবার গাছ আঁকতে মাছ
বাঁকাচোরা খেয়ালগুলো লেখায় করে নাচ ।
মাসি বলেন পেটে আমার গ্যাস হয়েছে প্রবল
সেই কারণে লিখছি আঁকছি যতো আবোল তাবোল ।
প্রশিক্ষণের দোষে আমার হালটা হলো বেহাল
তাই তো পড়ি পাঠকরোষে রোষানলে বেমাল ।
মা বলেছেন তেতো খেতে সকালবেলা রোজই
ভেজাই রাতে একটি কাপে আমি নিত্যভোজী ।
রোজ সকালে নিয়ম করে খাচ্ছি তেতো পাঁচন
স্বপ্ন দেখি ছবি ছড়ার ছন্দে ফিরবে নাচন ।