হাজার দুয়ার দেয় চেতনা হাজার একটা ভুলে
কেমন করে স্বদেশ দিয়েছি অপরের হাতে তুলে l
বণিক হয়ে এসেছিলো যারা সমুদ্রপার থেকে
স্বার্থসিদ্ধি করতে নিজের বিবেক গিয়েছে বেঁকে l
তাদের সঙ্গে মিশে গিয়ে পুরো যুদ্ধ হেরেছি শখে
তাই তো সঠিক বিচার পেয়েছি নিক্ষিপ্ত দোজখে l
আপন রাজাকে পরাজিত করে ক্ষনিকের সম্রাট
ভুল ভেঙে গেছে হারিয়ে ফেলেছি আপনার রাজপাট l
হত্যা করেছি ইমান তাই খেতাব মিলেছে বেইমান
এই দেশেরই মাটির কোলে পেয়েছি গোরে স্থান l
হাজার দুয়ারে কক্ষে কক্ষে ইতিহাস শোষণের
পরাধীনতার প্রতি পলে পলে মানবিক দূষণের l
সেই লজ্জাকে হেরিটেজ করে স্মৃতিতে রেখেছি ধরে
কক্ষে কক্ষে নিরাপদ ভাবে বড়ো আপনার করে l
প্রতিদিন কতো মানুষেরা আসে খোঁজ নেয় অতীতের
দেয়ালে দেয়ালে রাজা বাদশার বীর শহীদের ঢের l
জীবনযাপন নবাবী আমলে পরাধীন ভারতের
স্মৃতি ধরা আছে প্রাসাদের গায়ে বিশ্বাসঘাতকের l
বাংলার থেকে ধীরে ধীরে পুরো দেশটাই পরাধীন
হাজারদুয়ারী ধরে আছে স্মৃতি সেই সব সুপ্রাচীন l