গুণে চলি এক দুই তিন
ফটোফ্রেমে ঐ তারা বেঁধে যায়
ভক্ত ও অনুগামী আছে যতো দুনিয়ায়
তারা দেখি কথাগুলো রেঁধে যায় l
পেছনে কি সুন্দর দৃশ্য
সাজানো গোছানো কোনো বাংলো
হয়তো বা সরকারী জাদুঘর
আকাশকে টেনে ঘরে আনলো l
হাসিমুখ তিনি তাঁর পরিবার
পোজ নিয়ে সুন্দর দাঁড়িয়ে
ফ্রেমে বাঁধা মুহুর্ত সুন্দর
সময়কে পার হন মাড়িয়ে l
ঠিক নেই কে যে থাকে কোনখানে
অতীতের স্মৃতিটুকু জমা থাক
এক দুই দণ্ডের পরিচয়
সোসাল সাইটে এসে ভাষা পাক l
480