এক দুই তিন চার নয়খানি বল্টু
জানিস কি পল্টু ?
দরজাটা বন্ধ
রেগে আমি অন্ধ l
আরে ধুর শোন তো
এক দুই তিন চার নয়তক গোন তো
ওটাই চিচিং ফাঁক খুলে যাবে দরজা
শেষ সব তরজা l
পুরনো কুঠুরি এ যে মেহগনি দরজা
অতি মজবুত তাই অপূর্ব সজ্জা
লেখা আছে ইতিহাস আর কিছু ভূগোলে
ভারত যে জিতেছিলো ফুটবলে দু গোলে l
বাড়িঘর সেজে আছে নাচ গান ছবিতে
এই ঘরে পড়েছিলো কতো সেরা কবিতে
বাহ্ বাহ্ ধ্বনী উঠে
প্রশংসা কলি ছোটে l
কত দিন কত রাত
ক্যা বাত ক্যা বাত
উল্লাস হুল্লোড়
মেতে থাকে ঘরদোর l
এই ঘরে নেচেছিল নর্তকী বিগবেন
এই ঘরে গেয়েছিল বিখ্যাত তানসেন
আট ফিট দরজা
যা যা ঘর যা l
916